Saturday, December 6, 2025

ঝিকরগাছায় অন্যের জমি দখলে নিতে মরিয়া একটি চক্র, ভুক্তভোগী পরিবার বিপাকে

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় জমি কিনে বিপাকে পড়েছে অসহায় একটি পরিবার। ওই জমি দখলে নিতে স্থানীয় একটি চক্র তৎপর হয়ে উঠেছে।  কোন ভাবেই সমস্যার সমাধান না পেয়ে অবশেষে গত ২১ সেপ্টেম্বর পরিবারটি আদালতের আশ্রয় নিয়েছেন।

ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের মৃত আতর আলীর ছেলে মতিয়ার রহমান ও আতিয়ার রহমানকে বিবাদী করে আদালতে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, ঝিকরগাছা থানার ৪নং আটলিয়া মৌজায় ১২৫৪ নং আরএস খং, ৫১৬৬ নং আরএস দাগে ৮৭শতক জমির মধ্যে উত্তর পূর্ব কোনের ৪শতক জমি বিবাদীদের বাকি ৮৩ শতক জমির বাদী শরিফুল ইসলাম ২০০৫ সালের ২৯ জুন হাজেরা বেগমের কাছ থেকে কেনেন। যার খাজনা সহ যাবতীয় খরচ তিনিই বহন করে আসছেন।  ওই জমিতে মেহগনি, বাঁশঝাড়, সজনে গাছ সহ বিভিন্ন গাছ লাগিয়েছেন। এছাড়া বাকি জমিতে তিনি ফসল  চাষ ও করছেন।  এরমাঝে গত ২০ সেপ্টেম্বর সকালে বিবাদীরা সহ একদল লোক ওই জমিতে লাগানো গাছ কেটে নিতে চান। বিষয়টি স্থানীয়দের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। কিন্তু বিবাদীরা যাবার সময় গাছ কেটে ওই জমিতে ঘর করবে বলে হুমকি দিয়ে যায়। এমতাবস্থায় বাদী স্বপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে উল্লেথ করা হয়।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার পর আদালত বিষয়টি আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিজ্ঞ আদালত থেকে একটি নিষেধাজ্ঞার মামলার বিষয়ে তার কাছে একটি আদেশ এসেছে। সরেজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর