বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহযোগিতায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অক্টোবর মাসের প্রথম দিনেই শুরু হবে বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা। স্বাগতিক যশোরসহ আটটি জেলা অংশ নেবে এই প্রতিযোগিতায়। এমনই তথ্য দিয়েছেন বাস্কেটবলের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। যশোরের বাস্কেটবল ইতিহাসে এবারই প্রথম এ ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন করেছে। এসব কমিটির মধ্যে রয়েছে উপদেষ্টা পরিষদ, সাংগঠনিক, অর্থ উপ কমিটি, উদ্বোধনী ও সমাপনী, স্মরণিকা, প্রেস মিডিয়া, প্রচার, লিয়াজো, আবাসন ও আপ্যায়ন, মাঠ প্রস্তুত, আইন শৃঙ্খলা, চিকিৎসা, অভ্যর্থনা, সাজসজ্জা ও যোগাযোগ উপ কমিটি। প্রতিযোগিতা উপলক্ষে এরই মধ্যে নানা কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে ভাগেই। প্রতিদিন বৃষ্টির কারণে বাস্কেটবল গ্রাউন্ড ঠিক করা সম্ভব হচ্ছে না। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বিকল্প মাঠ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জিমনেসিয়াম। এখানে স্থাপন করা হয়েছে ফাইবার বোর্ড। বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবলে যশোর, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, দিনাজপুর ও চাঁদপুর জেলা অংশ নেবে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জেলার বাস্কেটবল পরিষদের পক্ষ থেকে।
যশোর জেলা বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল জানান, বৃষ্টির কারণে মাঠ ও সাজসজ্জার বিষয় থমকে আছে। এছাড়া বাকি সব কাজ প্রায় সম্পন্ন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির জানান, প্রতিযোগিতা ভালভাবে সম্পন্ন করার জন্য আমরা সর্বদিক দিয়ে এগিয়ে আছি। বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তারা সভা করেছে। এসব কমিটিগুলো আশা করি বলিষ্ঠ ভুমিকা রাখবে। এছাড়া তিনি যশোরের ক্রীড়ামোদীসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেছেন।
রাতদিন সংবাদ







