Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে শান্তিপূর্ণ ভোটে নৌকার ১২ জন ও ২ স্বতন্ত্র প্রার্থীর জয়

মোরেলগঞ্জ  প্রতিনিধিঃ বাগেরহাটের  মোরেলগঞ্জে ১৪ টি ইউনিয়ননে সোমবার (২০ সেপ্টেম্বর )  শান্তিপূর্ণভাবে নির্বাচন  অনুষ্ঠিত  হয়েছে।  কোথাও  কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  এ নির্বাচনে ১২ টিতে আওয়ামী লীগ  মনোনীত নৌকা প্রতিকের  প্রার্থী এবং ২ টিতে আওয়ামী লীগের  বিদ্রোহী  স্বতন্ত্র  প্রার্থী  বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন ১ নং তেলিগাতী  ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা  প্রতিকের  মোর্শেদা আক্তার ,  ২ নং পঞ্চকরণে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্দুর রাজ্জাক মজুমদার, ৩ নং পুটিখালীতে আব্দুর রাজ্জাক শেখ, ৪ নং দৈবজ্ঞহাটীতে শামসুর রহমান মল্লিক, ৫ নং রামচন্দ্রপুরে বর্তমান  চেয়ারম্যান  আব্দুল আলীম, ৬ নং চিড়াখালালীতে বর্তমান চেয়ারম্যান  আলী আক্কাস বুলু, ৭ নং হোগলাপাশায়  আওয়ামী লীগের  বিদ্রোহী স্বতন্ত্র  প্রার্থী ফরিদ উদ্দিন সেখ,  ৮ নং বনগ্রামের বর্তমান চেয়ারম্যান  নৌকা প্রতিকের  রিপন  চন্দ্র  দাস, ৯ নং বলইবুনিয়ায় বর্তমান  চেয়ারম্যান  ও নৌকা প্রতিকের  শাহজাহান আলী খান, ১০ নং হোগলাবুনিয়ায় বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের  বীর মুক্তিযোদ্ধা  আকরামুজ্জামান,  ১১ নং বহরবুনিয়ায় বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের  তালুকদার  রিপন, ১২ নং জিউধরায় বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের  জাহাঙ্গীর  আলম  বাদশা, ১৪ নং বারইখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী  আউয়াল  খান মহারাজ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ননের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে  সীমানা নির্ধারণ মামলা এবং ১৬ নং খাউলিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়েরের মৃত্যু জনিত কারণে  নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর