Saturday, December 6, 2025

মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নব গঠিত যুবদল নেতৃবৃন্দের মতবিনিময়

 মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ঘোষিত মণিরামপুর উপজেলা যুবদলের নব গঠিত কমিটির আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ ও সদস্য সচিব সাইদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে যে কোন পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের নেতৃত্বে নব গঠিত কমিটির যুবদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছাs জানানো হয়। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যুবদল নেতা আমিনুর রহমান, মনিরুল ইসলাম, রাজু আহম্মেদ, শহিদুল ইসলাম, সেলিম হোসেন, ফরিদ হোসেন, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি আলমগীর সিদ্দিক প্রমুখ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর