Saturday, December 6, 2025

মোংলায় নির্বাচনী সহিংসতায় নারী নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন চারজন।
পুলিশ ও নিহতের স্বজন মহসিন ও মোয়াজ্জেম মোড়ল জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপাই গ্রামের সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়লের (৬০) ওপর রোববার রাত সাড়ে আটটার দিকে হামলা চালায় অপর সদস্য প্রার্থী শফিকুল শেখের (৩৫) লোকজন। হামলায় ঘটনাস্থলেই নিহত হন ফাতেমা বেগম (৬৫) নামে এক নারী। এছাড়া গুরুতর আহত হন প্রার্থী মতিয়ার রহমান মোড়ল, বোরহান শেখ (৩৫), ইস্রাফিল শেখ (২৭) ও আউয়াল মোড়ল (৪০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা ফাতেমা বেগমকে মৃত পাই।’ তিনি জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
মতিয়ার রহমান মোড়ল অভিযোগ করে বলেন, ‘আমার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ও তার লোকজন। এতে আমার এক সমর্থক নিহত ও আমিসহ চারজন আহত হয়েছি।’
এ ঘটনায় প্রতিপক্ষ শফিকুল শেখ বলেন, ‘মতিয়ার মেম্বার ভোটের আগে টাকা বিলি করছিলেন। তখন আমরা তাকে বাধা দেই। আর যিনি মারা গেছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন।’
ঘটনার খবর পেয়ে রাত সাড়ে দশটায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। ওই নারী কীভাবে মারা গেছেন তা ডাক্তার বলবেন। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
সূত্র: এনটিভি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর