Saturday, December 6, 2025

যশোরে প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন উদযাপন

জনপ্রিয় নায়ক সালমান শাহের ৫০ তম জন্মদিন উদযাপিত হয়েছে যশোরে। কাঠেরপুল যুব সংঘের আয়োজনে রোববার বিকেলে শহরের মাইকেল সঙ্গীত একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাঠেরপুল যুবসংঘের প্রতিষ্ঠাতা পরিচালক শিমুল ভূইয়ার সভাপতিত্বে স্মৃতিচারণে অংশ নেন সংগঠনের অন্যতম সদস্য রিকি খান, রিহান ইসলাম, হৃদয় আহম্মেদ, শাওন আহম্মেদ, রায়হান উদ্দিন, মোহাম্মদ মুরসালিন হাবীব প্রমুখ। বক্তারা বলেন, সালমান শাহ আজও যেন এই বাংলার একজন জনপ্রিয় নায়ক। ২৫ বছর পেরিয়ে গেলেও এই জনপ্রিয় নায়কের মৃত্যুর রহস্য উদঘাটন না হওয়া সালমান ভক্তদের জন্যে লজ্জার বিষয়। আলোচনা শেষে সালমান শাহর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ তপু। দোয়া শেষে সালমান অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর