ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোর জেলা ডিবি পুলিশ শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে। আটককৃত হচ্ছে যষোর জেলার শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জামিরুল ইসলাম (২২), মোকলেছুর রহমানের ছেলে নাজমুল ইসলাম (২১), কেয়ালিয়া পশ্চিমপাড়ার জিল্লুর রহমানের ছেলে আশানুর রহমান (২১) এবং মানকিয়া মসজিদপাড়ার মজিবর মোড়লের ছেলে জিয়ারুল ইসলাম (৫০)। যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এসআই শামীম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছি এলাকার মহিতুর ফিলিং স্টেশনের সামনে অভিযান চালান। সেখান থেকে তিনি চার কেজি গাঁজাসহ ওই চারজনকে আটক করেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।







