Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে শুক্রবার   (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়নের পোলেরহাট বাজারের মাঠে অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আলীম হাওলাদার  সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।  রামচন্দ্রপুর  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগ  সাংগঠনিক সম্পাদকমীর ফজলে  সায়িদ ডাব্লু, নকিব হোসেন নজু,নেয়ামত হোসেন লিটন  জেলা কোষাধক্য আলহাজ্ব তালুকদার আব্দুল  বাকী,জেলা আইনজীবি সম্পাদক অজিয়র  রহমান পিকলু, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক পিপি আলী আকবর শেখ, সরদার সেলিম আহমেদ,  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম,এমদাদুল হক, উপজেেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  জেলা শ্রমিক লীগ সভাপতি রেজাউর রহমান মন্টু,সাধারণ সম্পাদক খান আবু বক্কর, খুলনা মহানগর ছাত্রলীগ সম্পাদক আসাদুজ্জামান রাসেল,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্মাদক  শেখ হারুনুর রশিদ , জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, উপজেেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা ছাবুল,উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক এডভোকেট তাজিনুর রহমান পলাশ,পৌর যুবলীগ  আহবায়ক আসাদুজ্জামান দিপু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান পরাগসহ আওয়ামী লীগ ও  অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  এবং নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল আলীম হাওলাদার।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর