মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এসএম লুৎফর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ঝাঁপার রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যাপীঠের হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন এসএম লুৎফর রহমানের ছোট ভাই রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি। রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ঝাঁপা ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম রসূল চন্টা, জেলা পরিষদের সদস্য রেকছোনা ইয়াসমিন পান্না, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান শিবলী, প্রভাষক মিজানুর রহমান, কফিল উদ্দিন, সন্তোষ সরকার, মেহেদী হাসান টুটুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেকাইল হোসেন, যুবলীগ নেতা স ম আলাউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শাহিনারা খাতুন, আনসার আলী, আওয়ামী লীগ নেতা অমেদ আলী প্রমুখ। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর এসএম লুৎফর রহমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।







