Saturday, December 6, 2025

নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুর

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ফুলহাতা বাজারে আওয়ামী লীগের নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুর করেছে বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতিকের সমর্থকেরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার অভিযোগ করেন ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা ঘষিয়াখালী বাজারে তাদের নির্বাচনী সভা শেষ করে ফুলহাতা বাজারে মিছিল শেষে তার নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে ভাংচুর চালায়। হামলাকারীরা এ সময় দলীয় কেন্দ্রীয় নেতাদের ছবি ফেলে তছনছ করে চেয়ার-টেবিল, ব্যানার, পোষ্টার ভাংচুর চালায়। ইতোমধ্যে এ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কারের চিটি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। অফিস ভাংচুরের বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন অফিসার, থানা অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নৌকা প্রতিকের প্রার্থী জানান। এ ব্যাপারে ওসি তদন্ত তুহিন মন্ডল বলেন, অফিস ভাংচুরের বিষয়টি শুনে তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর