মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার দু’পাশ দিয়ে তালের আঁটি লাগানোর উদ্যোগ নিয়েছে জয়পুর কমিনিটি ক্লিনিকের দায়িত্বরত (প.য.প.ঢ়) শরিফুল ইসলাম। বৃস্পতিবার সকাল ১১টার সময় জয়পুর আদর্শ দাখিল মাদ্রাসা মোড় হতে ঢাকুরিয়া গোলদার পাড়া মোড় ৪ কিঃমিঃ তালের আঁটি রোপনের করার কার্যক্রম উদ্বোধন করেন কমিনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য হোসেন আলী মোলা। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ বিপ্লব হোসেন, ইনতাজ আলী সরদার, নজরুল ইসলাম, মতিয়ার বিশ্বাস, ইলিয়াস হোসেন প্রমুখ। শরিফুল ইসলাম বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে গ্রাম অঞ্চলের রাস্তার দু’পাশ দিয়ে তালের আঁটি ও চারা রোপনের কার্যক্রম অব্যহত রয়েছে। তখন আমি আমার এলাকায়, নিজ অর্থায়নে জয়পুর হতে ঢাকুরিয়া ৪ কিঃ মিঃ, ঢাকুরিয়া ফুট বল খেলা মাঠ হতে
সুবলকাটি ২ কিঃ মিঃ, প্রতাপকাটি মজিদ হতে গাবুয়াখালি ২ কিঃ মিঃ, ঢাকুরিয়া বাজার হতে কাটাখালি ২ কিঃ মিঃ, বোয়ালিয়া বাজার হতে চাউলিয়া ১কিঃমিঃ রাস্তার দু’পাশ দিয়ে তালের আঁটি সপ্তাহ ব্যাপি রোপন করবো। তিনি আরো বলেন, দেশ থেকে বর্তমান তাল গাছ বিলপ্ত পথে, দেশে বেশি তাল গাছ থাকলে বজ্রপাত থেকে মানুষসহ সকল প্রানি রক্ষা পাবে। যতো দিন তাল গাছ গুলো বেঁচে থাকবে ততো দিন আমার নাগানো গাছের স্মৃতি মানুষের মনে থাকবে।







