নিজ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ মিলেছে তিন দিন নিখোঁজ থাকা নজরুল ইসলাম (৫২) নামে এক প্রধান শিক্ষকের। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে নজরুল ইসলামের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। যে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে স্কুলে যান নজরুল ইসলাম। ওই দিন আর বাড়িতে ফেরেননি তিনি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। তার ফোন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়। বাবলু মিয়া বলেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মঘাতি হয়েছেন। গ্রামবাসী জানান, নজরুল তার ভাগ্নের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন। এই টাকা পরিশোধ করা না করা নিয়ে পারিবারিক অশান্তিতে ছিলেন তিনি।
অনলাইন ডেস্ক







