Saturday, December 6, 2025

যশোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সহ তিতনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহতের বোন নড়াইল জেলার সদর উপজেলার এলসাদ আলীর মেয়ে হাসি খাতুন। আসামিরা হলেন নিহতের স্বামী ঝিকরগাছা চন্দ্রপুর গ্রামের শফি দফাদারের ছেলে শাহাবুদ্দিন, তার বড় ভাই জালাল ও ভাবী সাথী বেগম। অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরিন সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, বাদীর বোন নিশি আক্তারের সাথে ২০১৭ সালের ৩১ জুলাই শাহাবুদ্দিনের বিয়ে হয়। বিয়ের মজলিসেই শাহাবুদ্দিন তিন লাখ টাকা যৌতুক দাবি করে। বাদীর পিতা দিতে রাজি হয়না। কিন্তু এসময় সন্তানের সুখের বিষয় চিন্তা করে গহনা ও সংসারের আসবাবপত্র দেয়। একপর্যায় বিয়ে হয় ও তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্মহয়। বিয়ের পর থেকেই শাহাবুদ্দিন তিন লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে এবং শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালায়। এরমধ্যে চলতি বছরের গত ৪ সেপ্টেম্বর জানানো হয় নিশি মারা গেছে। বাদী সহ পরিবারের সদস্য নিশির বাড়িতে যেয়ে দেখে নিথর দেহ পরে আছে ও কান দিয়ে রক্ত পরছে। বাদী পরিবারকে জানানো হয় নিশি আত্মহত্যা করেছে। পুলিশ এসে লাশ ঝিকরগাছা থানায় নিয়ে পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়। বাদীর দাবি নিশি আত্মহত্যা করেনি। আসামিরা নিশিকে যৌতুকের দাবিতে মারপিট করে হত্যা করেছে। পরে আত্মহত্যা বলে প্রচারণা চালিয়েছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর