বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ভগিরথ রাজা স্মৃতি ৮ দলীয় দ্বিতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ধূপখালী ভোগের হাট মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এ খেলার উদ্বোধন করেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন। ধূপখালী ভোগের হাট বণিক সমিতির আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী। এদিন বিকেল ৪ টায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দিতা করেন শার্শা উপজেলার আধিয়া স্পোর্টিং ক্লাব বনাম মাগুরার গাবতলা ফুটবল একাডেমি। খেলার প্রথমার্ধে ২-০ গোলে লিড দেয় আধিয়া স্পোর্টিং ক্লাব। পরে দ্বিতীয়ার্ধে আরো ৩ টি গোল দিয়ে ৫-০ গোলো জয় পায় আধিয়া স্পোর্টিং ক্লাব।
সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর সিদ্দিকীর প্রধান পৃষ্টপোষকতায় আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুস সালেক, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার এমদাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, শেখ ইউনুচ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, ধূপখালী ভোগের হাট বণিক সমিতির সভাপতি হুসাইন কবির, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রাজু। খেলার ধারা বিবরণীতে ছিলেন মাসুম রেজা, ইফতে খাইরুল পিকুল ও সুলতান মাহমুদ।







