Saturday, December 6, 2025

গণধর্ষণ মামলায় দুই আসামির আত্মসমর্পণ

যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণ মামলার এজাহারভূক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আসামিরা হলেন, ঝিকরগাছার দোস্তপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে রাহুল ও শওকত আলীর ছেলে সোহান। আদালত আসামিদের মধ্যে রাহুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন ও সোহানকে জামিন দিয়েছে। উল্লেখ্য,গত বছরের ১৫ অক্টোবর রাতে ওই এলাকার এক গৃহবধূকে নিয়ে একটি বেগুন খেতে নিয়ে গণধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে আত্মসমর্পণকারী দুই আসামিসহ মৌলভীবাজার জেলার গিয়াসনগর গ্রামের রুফি মিয়া ওরফে শুভ ও ঝিকরগাছার দোস্তপুর গ্রামের মৃত মোশারফের ছেলে সাদ্দামকে আসামি করে গণধর্ষণের অভিযোগে ঝিকরগাছা থানায় মামলা করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর