আফজাল হোসেন চাঁদ: যশোর সদর উপজেলার উপনির্বাচনে নতুন নৌকার মাঝি হওয়ায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে সোমবার রাত সাড়ে ৮টায় তার যশোরস্থ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম,আব্দুল আজিজ, শামীম হোসেন, ইনামুল হোসেন, তরিকুল ইসলাম, শামীম হোসেন ছোট, তরিকুল ইসলাম সুমন, প্রশান্ত কুমার শর্মা,রাজুন সর্দার মামুন হোসেন সহ আরো অনেকে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রজীবন থেকে রাজপথের লড়াকু এই সৈনিককে মূল্যায়ন করায় আমি আমার সংগঠনের পক্ষ হতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যশোর সদর উপজেলার উপনির্বাচনে নতুন নৌকার মাঝি হিসাবে মনোনীত প্রার্থী বড়ভাই মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আমার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন নির্বাচনে সার্বিক সাফল্য কামনা করছি।







