Saturday, December 6, 2025

কেশবপুরে করোনা ঝুঁকি কমাতে কৌশল নির্ধারণী কর্মশালা

কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে করোনা ঝুঁকি কমাতে কৌশল নির্ধারণী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২সেপ্টেম্বর জাইকার অর্থায়নে এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশের বাস্তবায়নে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন যশোরের সরকারি হাসপাতালগুলোতে পানি সরবরাহ উন্নয়ন এবং স্বাস্থ্যবিধি চর্চার মাধ্যমে করোনা ঝুঁকি হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক তরুণ কান্তী হোড়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী, মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, সহকারী প্রকল্প ব্যবস্থাপক জয়নুল আবেদীন, প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর