Saturday, December 6, 2025

কশেবপুরে মানবপাচার প্রতিরোদে সিটিসি কমিটির সভা

 

কশেবপুর(যশোর)প্রতনিধিঃ কশেবপুর মানবপাচার প্রতািরোধে উপজলো র্পযায়ে সিটিসি কমটিরি এক সভা অনুষ্ঠত হয়েছে। ১৩ সকালে উপজলো পরষিদ সভাকক্ষে ব্র্যাক মাইগ্রশেন প্রোগ্রামের সাইকো সোশ্যাল কাউন্সিলর নাঈমা ইসলাম অন্তরার সভাপতিত্বে ও ব্র্যাকরে এইচ আর এল এস অফিসার আকরাম হোসেনের সঞ্চালনায়। অনুষ্ঠতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখনে উপজলো নির্বাহী অফসিার এম এম আরাফাত হোসেন। বশিষে অতথিরি বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ বোরহান উদ্দীন, উপজলো আওয়ামী লীগরে সভাপতি এস এম রুহুল আমনি, উপজলো প্রসেক্লাবরে সভাপতি এস আর সাঈদ ও ওর্য়াডরে নির্বাহী পরচিালক সয়ৈদ আকমল আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থতি ছিলেন সুফলাকাটি ইউপি চয়োরম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফজিুল ইসলাম মুক্ত, কশেবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজয়িা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ও মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ প্রমূখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর