কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ কেশবপুর প্রসক্লাবের সহ সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক পূর্বা ল নিজস্ব প্রতিনিধি,কেশবপুর আব্দুল হাই সিদ্দিকীর মাতা আলসুম বিবি(৮৫) ১৩সেপ্টেম্বর সাড়ে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে ৫ছেলে ও ৬মেয়ে সহ অসংখ্য গুনগুনাহি রেখেযান।তিনি দির্ঘদিন বধ্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মরহুমার নামাজের জানাজা ১৪সেপ্টেম্বর সকাল ৯টায় মজিদপুর ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হবে।







