যশোরে নয়ন হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নয়ন ঝিকরগাছার পাল্লা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। নয়ন জানান, তার সাথে পাল্লা বাজার এলাকার আলতাফ হোসেন, ইমন হোসেন ও মিলন হোসেনের বিরোধ চলে আসছিল। রোববার রাতে তিনি ব্যক্তিগত কাজে পাল্লা বাজারে যান। ওইসময় আলতাফ হোসেন, ইমন হোসেন ও মিলন তাকে ধরে মিটনের হোটেলের পিছনে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাস জানান, আহতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রাতদিন সংবাদ







