Saturday, December 6, 2025

জাতীয় সেপাক টাকরোতে চ্যাম্পিয়ন খুলনা

দেশের নতুন এক খেলা সেপাক টাকরো। কয়েক বছর ধরে দেশে এই খেলা চলছে। বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন প্রতি বছর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে। এবার চ্যাম্পিয়নশিপের ভেন্যু ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তিন দিনব্যাপী জাতীয় সেপাক টাকরোতে খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এই খেলার মাঠের আয়তন অনেকটা ব্যাডমিন্টন কোর্টের চেয়ে ছোট। নেটে বিভক্ত দুই অংশে তিনজন করে খেলোয়াড় থাকেন। খেলার ধরণ অনেকটা ভলিবলের মতো। তিন সেটের ম্যাচ। কোনো দল দুই সেট জিতলে তৃতীয় সেটের প্রয়োজন পড়ে না। আজ (রোববার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে খুলনা জেলা ২-০ সেটে ঢাকা জেলাকে পরাজিত করে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাতক্ষীরা ২-০ সেটে নাটোর জেলাকে হারিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি চ্যাম্পিয়ন, রানার্সআপ দলকে প্রধান অতিথি হিসেবে ট্রফি প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় আরো ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক ফারুক ঢালী।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর