Saturday, December 6, 2025

১৭মাস পর শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে শিক্ষক ও শিক্ষার্থীরা খুশি,পরিদর্শনে ইউএনও

মোঃজাকির হোসেন,কেশবপুর(যশোর): দীর্ঘ ১৭মাস পর সরকারি নির্দেশনা মেনে কেশবপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।  ১২ সেপ্টেম্বর সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা এসেছে। শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিদ্যালয়গুলো সাজানো হয় বিভিন্ন ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়।  স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক মন্ডলী শিক্ষা প্রতিষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। শিক্ষার্থীরা দীর্ঘ ১৭মাস পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে ভিষন খুশি । দীর্ঘ ১৭মাস পর আজ স্কুল ওপেন হলো, স্বাস্থ্য বিধি সহ প্রতিষ্ঠানের সকল বিষয়াদী ঠিক আছে কিনা তা দেখতে সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস আরম্ভ হওয়ার শুরুতেই পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। স্বাস্থ্য বিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ ও ক্লাস নেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করায়, প্রতিষ্ঠানের অধ্যক্ষ  সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন। কয়েকজন শিক্ষার্থী বলেন  দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে আসতে অনেক খুশি। আমাদের মনে হচ্ছে বন্দি খাচা থেকে আজ মুক্তি পেলাম। প্রিয় শিক্ষক, বন্ধু, বন্ধবী ও বড় ভাইদের সাথে অনেক দিন পর দেখা হয়ে কেউ কাউকে চিনতে পারসি না। আজ ক্লাসে এসে শুনি অনেক বন্ধবী ও বড় আপুদের বিয়ে হয়ে গেছে। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনার রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৭ মার্চ বন্ধ করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর মোট ২৩ দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর