Saturday, December 6, 2025

যশোর অভয়নগরের প্রেমবাগে জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দের অবসান

যশোরে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামে দুই ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ ভয়ংকর রুপে ধারণ করেছিলে। বিষয়টি নিয়ে এলাকায় চলছিলো চরম উত্তেজনা চলছিলো। এক পর্যায় মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনে অভিযোগ দায়ের করেন একভাই। পরে সংগঠনটির পক্ষথেকে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে জমি নিয়ে বিরোধ নিস্পত্তি করা হয়। বিষয়টি জানিয়েছেন সংগঠনের যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট রুহিন বালুজ। তিনি আরও জানান, ওই এলাকার মৃত মুজিবর রহমানের দুই ছেলে হাবিবুল্লাহ সর্দার ও আমিরুল ইসলামের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিলো। তাদের মধ্যে হাবিবুল্লাহ তাদের কাছে লিখিত অভিযোগ দেয়। শুক্রবার সকালে সংগঠনের কো-অর্ডিনেটার অ্যাডভোকেট নুরুজ্জামান কাশেমের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় সরেজমিন পরিদর্শনে যায়। এরপর দুই পক্ষ ও স্থানীয় চেয়ারম্যান মফিজ উদ্দীন ও ইউপি সদস্য শওকত আলী ও আসাদুজ্জামানের উপস্থিতিতে তাদের জমি নিয়ে বিরোধ নিস্পত্তি করা হয়। পরে এফিডেবিটের মাধ্যমে তারা অঙ্গীকার নামা করে নেন।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর