মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটর মোরেলগঞ্জে বাংলাদেশ স্কাউট, মোরেলগঞ্জ উপজেলার অয়োজনে ৪৬৭ ও ৪৬৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৯ মার্চ) সকালে স্থানীয় উপজেলা অফিসার্স ক্লাব ও ঐতিহ্যবাহী এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কাউট খুলনা অঞ্চলের পরিচালনায় ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোর্স লিডার স্কাউট খুলনা অন্ঞ্চল সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, বাগেরহাট জেলা স্কাউট কমিশনার, মো.আসাদুল কবীর, মোরেলগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার আবু সালেহ প্রমুখ। এসময় দু-দফায় ওরিয়েন্টেশনে কোর্সে মোট ১০ জন কোর্স লিডার কোর্স পরিচালনা করেন।।
মোরেলগঞ্জে ৪৬৭ ও ৪৬৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আরো পড়ুন






