আফজাল হোসেন চাঁদঃ যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের ২ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, ক্রমাগতই সরকার যে ভাবে আমাদের কৃষি বিভাগের উপর নজর দিয়েছে এতে করে আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠাতে পারবো। আজ ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলার মধ্যে থেকে ১৫টি পরিবারের স্বামী-স্ত্রী সহ সর্বমোট ৩০জনের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণ নিয়ে আপনারা যদি কাজে লাগন তাহলে আপনাদের সামলম্বি হবে বেশি দিন লাগবে না। ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপঙ্কর দাশ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন।
ঝিকরগাছায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরো পড়ুন






