Saturday, December 6, 2025

গদখালির সাখাওয়াত হত্যা মামলায় দুইজন রিমান্ডে

যশোরের ঝিকরগাছার গদখালি গ্রামের সাখাওয়াত হোসেন হত্যা মামলায় দুইজনের ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন, মণিরামপুরের হেলাঞ্চি গ্রামের মশিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম ও শার্শার পানতাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কুতুব উদ্দিন সরকার। বুধবার অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার অভিযোগে জানাগেছে, আসামি কুতুব উদ্দিন নিহত সাখাওয়াতের পূর্ব পরিচিত। সাখাওয়াতের কাছ থেকে কুতুব উদ্দিন ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন। গত ৩০ আগস্ট কুতুবউদ্দিন ধারের টাকা নিতে সাখাওয়াতকে তার বাড়ি যেতে বলেন। ওইদিন সকালে সাখাওয়াত পাওনা টাকা আনতে কুতুবউদ্দিনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে ঝিকরগাছার ফতেপুর ঋষিপাড়ায় জনৈক হসেম গাজীর ঘাসের খেতে সাখাওয়াতের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরবানু খাতুন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে হত্যার সাথে জড়িত সন্দেহে কুতুবউদ্দিন ও শরিফুল ইসলামকে আটক করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম আটক দুইজনের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বুধবার শুনানি শেষে বিচারক আসামি কুতুবউদ্দিনের একদিন ও শরিফুল ইসলামের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর