যশোর জেলা পরিষদের চেয়ারম্যান, ডাক্তার, কারারক্ষী, ব্যবসায়ী, হাসপাতালের ওয়ার্ডবয়সহ সোমবার যশোরে ৬৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মীর আবু মাউদ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার ২৪ ঘন্টায় জেলায় মোট ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সদর উপজেলার মেডিকেল অফিসার এ এন এম নাসিম ফেরদৌস জানান, সদরে আক্রান্তদের মধ্যে পৌর সভার ১৬ জন, ইউনিয়নের ১৩ জন। অনেকের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া ঝিকরগাছার সাতজন, অভায়নগরের দু’জন, বাঘারপাড়ার দু’জন, চৌগাছার দু’জন, কেশবপুরের পাঁচজন এবং শার্শার পাঁচজন। করোনা আক্রান্ত উল্লেখযোগ্যরা হলো, পুরাতনকসবা কাজীপাড়া এলাকার বাসিন্দা ও যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, ঘোপ সেন্ট্রাল রোড এলাকার এক ডাক্তার পুরুষ (৫০), উপশহরের এক সাবেক ডাক্তার পুরুষ (৬২), যশোর মেডিকেল কলেজ হাসপাতাল কোয়াটারের এক পুরুষ (৪০), জেলরোড এলাকার এক কারারক্ষী পুরুষ (৬০), কেন্দ্রীয় কারাগার কোয়াটারের এক কারারক্ষী পুরুষ (৩২) ও ফতেপুর এলাকার এক ওয়ার্ড বয় পুরুষ(২৯)। ঘোপ পিলুখান সড়কের (৪৮)এক ববসায়ী,নতুন খয়েরতলা এলাকার একজন গৃহিনী, ইসমাইল কলোনী এলাকার ৪০ বছরের নারী, বারী নগরের ৩২ বছরের পুরুষ।আক্রান্তদের মধ্যে পাঁচ জনের ঠিকানা জেলার বাইরের। এছাড়াও আট জনের ঠিকানা ও মোবাইল নাম্বার ভুল থাকায় তাদের খুঁজে পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, , সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত যশোরে সাত হাজার ছয়শ জনের নমুনা সংগ্রর করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ছয় হাজার চারশ’ ৯২ জনের। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার তিনশ’৯২। সুস্থ হয়েছেন সাতশ’ একজন। হাসপাতাল আইসলেশনে আছেন ৩৮ জন। হোম কোয়ারেন্টাইনে ছয়শ’ ২৫ জন। রেফার করা হয়েছে আট জনের।
রাতদিন সংবাদ







