বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১ টায়। মাত্র দেড় মাস আগেই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে ব্রাজিলকে ০-১ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা অর্জন করে আলবেসিলেস্তেরা।
কোপার ফাইনালের রেশ এখনো কাটেনি। এরই মাঝে এবার বিশ্বকাপ বাছাইয়ের মিশনে লড়বে দুই দল। যে ম্যাচে মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ব্রাজিলের সর্বশেষ ম্যাচে চিলিকে হারানোর নায়ক এভারটন রিবেইরো তো আর্জেন্টিনাকে একরকম প্রত্যক্ষ হুমকিই দিয়ে রাখলেন। লিওনেল মেসির দলকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা অষ্টম জয় তুলে নেবে ব্রাজিল। এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচকে অন্য আর দশটা ম্যাচের মতো করেই দেখতে চান। তবে দুই দলকে যা প্রমাণ করার করতে হবে মাঠেই। সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে ব্রাজিল। অন্যদিকে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ১০ দলের বাছাইয়ে সেরা চার দল ২০২২ কাতার বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে।
অনলাইন ডেস্ক







