Saturday, December 6, 2025

যশোরের মনিরামপুর থেকে আনসার আল ইসলামের চার সদস্য র‍্যাবের হাতে আটক   

যশোর জেলার মনিরামপুর উপজেলর ৩নং ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম হতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলো আব্দুল্লাহ আল গালিব (২৪), মোঃ জাফর হোসেন @  শিমুল খান ,(২১) নাদির হোসেন(৩০), মুহাম্মদ আলী শেখ (২১),  গোপন বৈঠক চলাকালে তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, ০১ টি ল্যাপটপ এবং ০৫ টি মোবাইল উদ্ধার,
করা হয়। র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে, তাদের একটিদল মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নে জঙ্গিদের বৈঠকেররখবর পেয়ে অভিযান চালিয়ে শনিবার রাতে এ চারজনকে আটক করা হয়।। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, ১ টি ল্যাপটপ এবং ০৫ টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে র‍্যাব মিনরামপুর থানায় মামলা দায়েরেন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর