Saturday, December 6, 2025

ডিবির অভিযানে কেশবপুর থেকে গাঁজা সহ দু্ই মাদক ব্যবসায়ী আটক

যশোরে গাঁজাসহ চিহ্নিত দুই  মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি থেকে চিংড়া বাজারে যাওয়ার রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার মিয়া সাহেব ডাঙ্গা গ্রামের নাসির মোড়লের ছেলে আব্দুল্লাহ মোড়ল ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সোহরাবপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে মনিরুল সরদার। এসময় তাদের কাছথেকে ৫শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ২০ হাজার টাকা।
পুলিশ জানায়,  ডিবি পুলিশের  এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম এ অভিযানে অংশ নেন। আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর