Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নবাগত ওসি’র সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)  রাত  ৯ টার দিকে মোরেলগঞ্জ থানা ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি ইকবাল বাহার চৌধুরি বলেন, ‘মামলা নয় শান্তি চাই’  এ স্লোগান নিয়ে আমি এগোতে চাই। তবে উপজেলাকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমিয়ে আনতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক  । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এইচ এম জসিম উদ্দিন , অর্থ সম্পাদক কে এম শহীদুল ইসলাম  কার্যনির্বাহী সদস্য মোঃ আবু সালেহ,  এমএ জলিল,  হাসানুজ্জামান বাবু,  সদস্য সাইফুজ্জামান রিপন,  এনায়েত করিম রাজীব , রমিজ উদ্দিন,  মাহাবুব  আলম।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর