Saturday, December 6, 2025

কেশবপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

জাকির হোসেন, কেশবপুরঃ আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির  সভাপতি আবুল হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিয়ার রহমান, প্রচার সম্পাদক রেজারুল ইসলাম, পৌর বিএনপির নেতা শেখ শহীদুল ইসলাম শহীদ, আলমগীর হোসেন(এসি আলম), আব্দুল হালিম অটল,  বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান,গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী গাজী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্ঠার শফিকুল ইসলাম,  পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমানত আলী, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা বাবু, প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা  হুসাইন। একই দিন সকালে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র  আলহাজ্ব আব্দুর সামাদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন  পৌর সহসভাপতি অধ্যাপক জুলফিকার আলি, পৌর যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক কুতুবউদ্দিন বিশ্বাস প্রমূখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর