Saturday, December 6, 2025

হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা ও এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নড়াইলের সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যালের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল ইসললাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ সৈয়দ শফিক তমাল, এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস, এম সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, কাজী মোরাদ হোসেনসহ জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর