মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে। উপজেলা মৎস অফিস আয়োজিত মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ,বাগেরহাট মহিলা আওয়ামীলীগ সহ-সভানেত্রি জেলা পরিযদ সদস্য, অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আবদুল্লাহ আল মোদাস্বের। সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর নান্না শেখ,আজিজুর রহমান মিলনসহ মোরেলগনঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মৎস সপ্তাহ উপলক্ষে মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।লিখিত বক্তব্যে এ কর্মকর্তা জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুন এর মাধ্যমে প্রচারণা শুরু চলছে । মতবিনিময় সভায় বিনয় কুমার রায় আরও জানান, মৎস্য চাষিদের বিশেষ পরামর্শ প্রদান, প্রশিক্ষণ প্রদান, মাছের পোনা অবমুক্ত করা, চাষির পুকুরের পানি ও মাটি পরীক্ষা করাসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন






