সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট-০৩ সেপ্টম্বর) নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, সাংবাদিক কার্ত্তিক দাস, সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সাইফুল ইসলাম তুহিন, এড. আলমগীর সিদ্দিকী প্রমূখ। মতবিনিময় সভায় জানানো হয়, করোনা প্রাদুর্ভাবের করণে মৎস চাষের জন্য জেলায় কোন প্রনোদনা পাওয়া যায় নাই। নড়াইল জেলায় ৮হাজার ৬’শ পুকুর এবং ৫ হাজার ৩’শ চিংড়ি ঘের রয়েছে। জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্রিক টন। জেলায় মাছের উৎপাদন ১৯ হাজার মেট্টিক টন এবং চিংড়ি উৎপাদন হয় ৩ হাজার মেট্টিক টন। জেলায় ৩ হাজার মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হয়। মৎস সপ্তাহের দ্বিতীয় দিন (২৯ আগস্ট) সদর উপজেলা পরিষদ পুকুরে ও জেলার অন্যান্য প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ এবং জেলার ৩জন সফল মৎস চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হবে। এছাড়া মৎস সপ্তাহের ৬ষ্ঠ দিন (২ সেপ্টেম্বর) ২০জন সুফলভোগিকে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো পড়ুন






