মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুচ আলী সরদারের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনুস আলী সমর্থক গোষ্ঠীর আয়োজনে মোরেলগঞ্জ বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এর নিজস্ব দলীয় কার্য্যালয়ের অনুষ্ঠিত শোক সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন,বাগেরহাট- ৪ আসনের সাংসদ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন,এসময় বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন , মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট এসএম মনিরুল হক তালুকদার। এসময় উপস্হিত ছিলেন, উপজেেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম,এমদাদুল হক,আওয়ামীলীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, উপজেেলা তাতীলীগ সভাপতি হাসানুজ্জামান বাবু সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুস্ঠানে উপজেলা তাঁতীলীগ সম্পাদক কে, এম শহিদুল ইসলামের সঞ্চালনায় কাউন্সিলর ইউনুস আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সজীব সরদার, উপজেলা মৎস্যলীগ সম্পাদক আলামিন, কাউন্সিলর বাবু সংকর রায়, নান্না শেখ প্রমূখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ যারা ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট শহীদ হন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্হিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

আরো পড়ুন






