Saturday, December 6, 2025

অভয়নগরে অভিনব কায়দায় চুরি

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে ক্লোরোফরম তরল প্রদার্থ ঘরের ভেতরে স্প্রে করে অজ্ঞান করে  লোহার গ্রীল কেটে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে । বৃহস্পতিবার (২৬ আগষ্ঠ) রাতে চুড়ির ঘটনাটি ঘটে সৌদি প্রবাসী রফিক গাজীর (৬০) বাড়িতে। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের উত্তর দিয়াপাড়ায়। প্রথমে চোর চক্র ঘরের ভিতর ক্লোরোফরম এসপ্রে করে। ঘরের সকলে অজ্ঞান হয়ে পড়লে রাতের কোন এক সময় বাড়ির পেছনের দিকে ঘরের ভেন্টিলেটরের লোহার গ্রীল কেটে ঘরে ডুকে মূল্যবান জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। শুক্রবার  সকালে রফিক গাজীর বড় ছেলে বৌ ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের সকল জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশের ঘরের গ্রীলকাটা। অন্যঘরে শশুর রফিক গাজী (৬০) ও তার মেয়ে এ্যানি খাতুন (২২) কে অসুস্থ্য অবস্থায় দেখতে পায়। আসে পাশের মানুষে সহযোগিতায় অসুস্থ্যদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর