মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলীম হামলার শিকার হন। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কামলা বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কামলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বুধবার বেলা ১১ টার দিকে মোটর সাইকেল যোগে ইউনিয়ন পরিষদে যাবার সময় কামলা বাজারের পৌঁছলে ধারালো অস্ত্র সহ প্রতিপক্ষের ৮/৯ জন সন্ত্রাসীরা তার পথরোধ করে। এসময় তার সাথে থাকা গানম্যান ব্যক্তিবর্গ ও অন্যান্যদের প্রতিরোধে সস্ত্রাসীরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিক্ষুব্ধ জনতা কামলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এসএম কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি টুকু শেখ, ইউপি সদস্য বুলবুল আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।
মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে হামলার শিকার ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান।







