Saturday, December 6, 2025

নড়াইলে ১ হাজার ৬৫০ জনকে আ’লীগ ও প্রশাসনের খাদ্য সহায়তা

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ ১৫শ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৩৩৩ নম্বরে ফোন করে আরও ১শ ৫০ জন দরিদ্র মানুষ খাদ্য সহায়তা পেয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (২৫ আগস্ট) দুপুরে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে হত দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্থ ১ হাজার ৫ জনকে খাদ্য সহায়তা তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস । এ সময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিকে ৩৩৩ নম্বরে ফোন করায় গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় ক্ষতিগ্রস্থ দেড়’শ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। জানা গেছে, ৩৩৩ নম্বরে কল করে এ পর্যন্ত সদর উপজেলায় খাদ্য সহায়তা পেয়েছেন ২ হাজার ৫শ অসহায় মানুষ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর