কালিয়ায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের নামে মামলা হয়েছে। শিশুটির মা মঙ্গলবার রাতে মামলাটি করেন।
মঙ্গলবার বিকেলে ওই বৃদ্ধকে আটক করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আব্দুর রউফ মোল্লা (৬২) নামে ওই বৃদ্ধ উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
অভিযোগ করা হয়েছে, গত ১৪ আগস্ট দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। পিঠা খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন রউফ মোল্লা। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকিও দেন তিনি। শিশুটি বাড়িতে আসার পর গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখতে পান তার মা। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর শিশুটির কাছে জানতে চাইলে সে তার মাকে ঘটনা খুলে বলে।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, অভিযুক্তকে আজ আদালতে সোপর্দ করা হবে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
নড়াইল প্রতিনিধি







