ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর অপরিকল্পিত ব্রিজ নির্মাণ বন্ধ করে সরকারি বিধি অনুযায়ী কাজ করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঝিকরগাছার ব্রিজটি পানি থেকে মাত্র আট ফুট উঁচু করা হয়েছে। অথচ ১৮ ফুট উঁচু করা উচিত। কারণ ২০০০ সালে যখন এ অঞ্চলে বন্যা হয় তখন নদীতে ৩৩ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পায়। ওই বিবেচনা করলে ৩৩ ফুট উঁচু করার প্রয়োজন বলে নেতৃবৃন্দের দাবি। যা নিয়ে ভবিষ্যতে এ নদের নৌচলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। স্মারকলিপি দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক মাস্টার নূরজালাল,সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।
রাতদিন সংবাদ







