Saturday, December 6, 2025

ঝিকরগাছায় উঁচু ব্রীজ নির্মাণ এবং উড়াল সেতুর দাবীতে মানববন্ধন

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা বাজার রক্ষা করে কপোতাক্ষ নদের উপর উঁচু ব্রীজ নির্মাণ এবং একটি উড়াল সেতুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আয়োজনে ও যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটি, ঝিকরগাছা ব্রীজ বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে উপজেলার মধ্যে ২৭টি সংগঠনের হাজারো প্রতিনিধিদের উপস্থিতিতে রবিবার সকাল সাড়ে ১১টায় ঝিকরগাছার কপোতাক্ষ নদের ব্রীজ হইতে বাজার পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মাষ্টার মাস্টার নুর জালাল। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শাহান আক্তার, যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, সদস্য আহসানউল্লা ময়না, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা উপজেলার প্রবিণ রাজনীতিবিদ আমানুল কাদির টুল্লু, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সাপ্তাহিক নিশান পত্রিকার সম্পাদক নরুল্লা খান রুমি, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আলিমুল মৃধা, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম, সেবক সংগঠনের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতির বক্তব্যে বলেন, ঝিকরগাছা বাজার রক্ষা করে কপোতাক্ষ নদের উপর উঁচু ব্রীজ নির্মাণ এবং একটি উড়াল সেতুর দাবীর মানববন্ধনে প্রচন্ড খরতাপ উপেক্ষা করে ২৭টি সামাজিক সংগঠনের সহায়তায় হাজারো মানুষের উপস্থিতিতে উপজেলার ইতিহাসে সেরা এই মানববন্ধনের সফলতা সবই আপনাদেরকে উৎসর্গ করলাম। আর যে সমস্ত দোষত্রুটি, ভুলভ্রান্তি হয়েছে সেগুলোর ব্যার্থতা আমি স্বীকার করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করলাম। ভবিষ্যতেও সকল সামাজিক আন্দোলনে আপনাদের এরকমই সহযোগিতা অব্যাহত রাখবেন এই কামনা করছি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর