মোরেলগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ করা হয়।শুক্রবার (২০ আগস্ট) বেলা ১১ টার দিকে দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সবার রুহের মাগফিরতের জন্য দোয়া ও তবরাক বিতরণ করা হয়।দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ কিছলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শামছুর রহমান মল্লিক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কিছলুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়নে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

আরো পড়ুন






