সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ দিনে দুপুরে গাজা বিক্রি করতে গিয়ে মো. ফেরদৌস সিকদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেরদৌস কাশিপুর গ্রামের মৃত ইমাম সিকদারের ছেরে। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাজা জব্দ করা হয়। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,গোপন সংবাদ পেয়ে নড়াইল থেকে গোয়েন্দা পুলিশের চৌকশ পুলিশ পরিদর্শক সঞ্জীব ঘোষের নেতৃত্বে একদল পুলিশকে কাশিপুর গ্রামের ফেরদৌসের বাড়িতে পাঠানো হয়। পুলিশ দল তার বাড়িতে গাজা বিক্রি করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







