নড়াইলের পল্লিতে শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও ‘শান্তি মায়ের’ প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদরের সিংগাশোল ইউনিয়নের শোলপুর গ্রামের পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও ‘শান্তি মায়ের’ প্রতিমা কে বা কারা ভেঙে ফেলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ সুপার প্রবীরকুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মলয়কান্তি নন্দি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুণ্ডু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাবুলকুমার সাহা প্রমুখ।প্রতিমা ভেঙে ফেলার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান পূজারীরা। পুলিশ সুপার প্রবীরকুমার রায় বলেন, ওই মন্দিরের পাশে নতুন মন্দির নির্মাণের কাজ চলছে। প্রতিমা দুটি পুরনো ঘরে ছিল। ঘরের দরজা তেমন মজবুত ছিল না। কে বা কারা রাতে প্রতিমার ক্ষতিসাধন করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে; দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নড়াইল প্রতিনিধি







