সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বাষির্কী পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে নড়াইল প্রেসক্লাব আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, এম, মুনির চৌধুরী, সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলুসহ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও সাধারন সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যেদেরর রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।







