Saturday, December 6, 2025

নিউ জিল্যান্ড সিরিজে ফিরলেন মুশফিক-লিটন-আমিনুল, বাদ মিঠুন

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।

দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। মুশফিক-লিটন-আমিনুল সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না। এর আগে জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন তিনজনই। বাবা অসুস্থ থাকায় মুশফিক একমাত্র টেস্ট খেলেই ফেরেন দেশে। আমিনুল বাবাকে হারিয়ে ফেরেন মাঠে নামার আগেই আর শ্বশুর অসুস্থ থাকার কারণে লিটন ফেরেন দুই টি-টোয়েন্টি ম্যাচ না খেলে।

২৪ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে নিউ জিল্যান্ড দলের। এরপর কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আগামী ২৭ আগস্ট অনুশীলনে নামবে সফরকারীরা। একই দিন থেকে শুরু হবে টাইগারদের অনুশীলনও। ৩১ আগস্ট পর্যন্ত চলবে দুই দলের অনুশীলন। বিকেএসপিতে নিউ জিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও তারা এটি খেলবে না।

৫ টি-টোয়েন্টির এই সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বাকি ৪টি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর