Saturday, December 6, 2025

প্রধানমন্ত্রীর প্রণোদনার ৩৪ লাখ টাকার ঋণ পেলেন অভয়নগরের ৩৪ পল্লী উদ্যোক্তা

সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ অভয়নগরে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ৩৪ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধামনমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনার এসএমই ঋণের ৩৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মো. কামরুজ্জামান।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুদ তাজ, ইউসিসিএ’র চেয়ারম্যান আবু তাহের, সুফলভোগী সদস্য শাহানাজ বেগম ও হারুন অর রশিদ।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান জানান, ডেইরিফার্ম (গাভী পালন) খাতে ১৩ জন, ক্ষুদ্র ব্যবসা খাতে ৭ জন, মৎস্য চাষ খাতে ৯ জন, গরু মেটাতাজাকরণ খাতে ২ জন, কুটির শিল্প খাতে ২ জন ও হস্ত শিল্প খাতে ১ জন মোট ৩৪ জন উদ্যোক্তাকে ৩৪ লাখ টাকার ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যেক সুফলভোগী সদস্য পাচ্ছেন এক লাখ টাকার চেক।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর