দেশের বিশিষ্ট শিল্পপতি আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও বইছে শোক। আনোয়ার হোসেন দেশের দুইটি শীর্ষ ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন তিনি। দুইটি ফেডারেশনই তাদের সাবেক এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার বলেন, ‘আশির দশকের আনোয়ার ভাই আমাদের ফেডারেশনের সভাপতি ছিলেন। বাস্কেটবলের উন্নয়ন ও প্রসারে যথেষ্ট কাজ করেছেন। বাংলাদেশ ভলিবল ফেডারেশনে তিনি এক মেয়াদে সহ-সভাপতি ছিলেন। ভলিবলের সিনিয়র সংগঠকরা আনোয়ার হোসেনের অবদানের বিষয়টি স্মরণ করেছেন বিশেষভাবে। দেশের বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ গতকাল রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কয়েক বছর যাবৎ বার্ধক্য এবং নানা রোগে ভুগছিলেন।
অনলাইন ডেস্ক







