Saturday, December 6, 2025

পরিবেশ অধিদপ্তরের অভিযানে অভয়নগরে গুড়িয়ে দেয়া হয়েছে কয়লা তৈরির ৬৫টি চুল্লি

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৬৫টি চুল্লি গুড়িয়ে ফেলানো হয়েছে।  পরিবেশ অধিদপ্তরের খুলনার বিভাগীয় উপপরিচালক মাশরূবা ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন।সোমবার সকাল থেকে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এসব অবৈধ চুল্লি ভেঙে ফেলেন। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরির এসব কারখানায় অভিযান চালিয়ে ৬৫টি চুল্লি ভেঙে ফেলা হয়। এলাকাবাসী জানান, কতিপয় অসাধু ব্যবসায়ীর গড়ে তোলা চুল্লি দিয়ে কাঠ পোড়ানোর কারণে এলাকায় কালো ধোঁয়ার সৃষ্টি হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ভৈরব নদ তীরবর্তী ধুলগ্রামে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ চুল্লি কারখানার মালিকেরা পালিয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, সাব ইন্সপেক্টর আকরাম হোসেন, নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম প্রমুখ।

অভয়নগর প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর